সাশ্রয়ী মূল্যে ভারতে 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেবে BSNL কোম্পানি
BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড নতুন একটি পরিষেবা দিতে চলেছে। BSNL সংস্থাটি ভারতের গ্রাহকদের জন্য ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি সার্ভিস চালু করেছে। কোম্পানির এই পরিষেবাটি অন্যান্য লাইভ টিভি সার্ভিস কোম্পানির তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হবে বলে দাবী করা হয়েছে। এটির সাথে পে-টিভির সুবিধাও আছে