ব্রডব্যান্ড রিচার্জে 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে BSNL
তুন অফারে BSNL ব্রডব্যান্ড, ল্যান্ড লাইন ও ব্রডব্যান্ড Wifi গ্রাহকরা ছয় মাস অথবা এক বছর সাবস্ক্রিপশানে 25 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। সারা ভারতের সব সার্কেলে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে।