Photo Credit: BSNL
ভারতের কিছু নির্বাচিত অঞ্চলের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL)তাদের সর্বপ্রথম ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি সার্ভিস লঞ্চ করতে চলেছে। বিগত মাসে এই পরিষেবাটি সর্বপ্রথম IFTV-রূপে প্রকাশ হয়েছে, এটির সাথেই রাষ্ট্রীয় মালিকাধীন টেলিকমিউনিকেশন প্রোভাইডারের নতুন লোগো এবং আরো ছয়টি নতুন সুবিধাও উন্মোচিত করা হয়েছে। এটি BSNL-এর ফাইবার-টু-দ্যা-হোম (FTTH) নেটওয়ার্কটি ব্যবহার করে, গ্রাহকদের পরিষ্কার ভিজ্যুয়ালের সুবিধার সাথে লাইভ টিভি দেখার পরিষেবা দেবে। এরসাথেই একটি পে-টিভির সুবিধাও থাকছে।
উল্লেখযোগ্যভাবে কোম্পানীটি রাষ্ট্রীয় Wi-Fi রোমিং সার্ভিসটি চালু করার পরই এই পরিষেবাটির ঘোষণা করেছে। এই রোমিং সার্ভিসটি, গ্রাহকদের ডেটার খরচ কমিয়ে, BSNL-এর হটস্পটের মাধ্যমে সমগ্র দেশে উচ্চগতির ইন্টারনেট পেতে সাহায্য করবে।
একটি X-পোস্টের মাধ্যমে BSNL জানিয়েছে যে, তাদের নতুন IFTV পরিষেবাটি মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর গ্রাহকদের কাছে উপলব্ধ থাকবে। এটির মাধ্যমে গ্রাহকরা 500টিরও বেশি হাই স্ট্রিমিং কোয়ালিটির লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। এছাড়াও এটি পে-টিভির সংযোগের সুবিধা দেবে। লাইভ টিভির অন্যান্য কোম্পানি যেমন - রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল স্ট্রিমিংয়ের মাধ্যমে ডেটার খরচটি মাসিক কোটা থেকে নিয়ে থাকে, BSNL-এর IFTV-তে এটি হবে না বলে দাবী করেন।
অপারেটরটি বলেছে যে, এই টিভি চালানোর জন্য, যে ডেটা খরচ হবে, সেটি তাদের FTTH-এর প্যাক থেকে কাটবে না, এর পরিবর্তে তারা লাইভ স্ট্রিমিং করার জন্য আনলিমিটেড ডেটা পরিষেবা দেবে। এছাড়াও এই লাইভ টিভি পরিষেবাটি BSNL-এর FTTH-এর গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেওয়া হবে।
BSNL নিশ্চিত করেছে যে, তারা এই পরিষেবাটিতে Amazon, prime Video, Disney+Hotstar, Netflix, YouTube এবং Zee5-এর মত বিভিন্ন জনপ্রিয় OTT প্ল্যাটফর্মকেও যুক্ত করবে। এছাড়াও এটিতে বিভিন্ন গেম খেলা যাবে। যাইহোক অপারেটর বলেছে, বর্তমানে IFTV পরিষেবাটি শুধুমাত্র অ্যানড্রয়েড টিভির জন্য উপলব্ধ আছে। Android 10 টিভির ব্যবহারকারীরা পরবর্তী সময়ে BSNL লাইভ টিভি অ্যাপটি গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবে।
BSNL-এর IFTV পরিষেবাটিতে সাবস্ক্রাইব করার জন্য ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে BSNL Selfcare অ্যাপটি ডাউনলোড করে সেটিতে রেজিস্টার করতে পারবেন।
বলা হচ্ছে যে, এই কাজটি চলতি বছরে কোম্পানি যে ইন্টারনেট প্রোটোকল টিভির (IPTV) সার্ভিস চালু করছে, তার ভিত্তিতেই করা হচ্ছে। এটির তিনটি মূল লক্ষ্য হলো- গ্রাহকদের কাছে নিরাপদ, সাশ্রয়ী এবং বিশ্বাসযোগ্য পরিষেবা প্রদান করা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন