শুধুমাত্র 300 টাকার বেশি রিচার্জে এই অফার দিচ্ছে Jio। PhonePe এর মাধ্যমে পেমেন্ট করলে 50 টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। BHIM UPI থেকে পেমেন্ট করা যাবে। তবে মাথায় রাখতে হবে PhonePe থেকে অথবা PhonePe তে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই ট্রানজাকশান হওয়া বাধ্যতামূলক।
নতুন এই সেলিব্রেশান প্যাকে সব Jio গ্রাহক নিজের প্ল্যানের ডাটার সাথে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।11 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে। এর ফলে পাঁচ দিনে সর্বোচ্চ 10GB ডাটা পাবেন গ্রাহকরা।