নতুন Google Pixel 3a আর Pixel 3a XL ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছিল। Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে তুলনামুলক বড় 6 ইঞ্চি ডিসপ্লে। 8 মে ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন।
পুরনো Pixel বা Nexus ফোন এক্সচেঞ্জ করে Google Pixel 3 বা Pixel 3 XL কিনলে একটি Google Home Mini বিনামূল্যে পাওয়া যাবে। Google Pixel 3 আর Pixel 3 XL এ রয়েছে Snapdragon 845 চিপ্সেট, 4GB RAM, ডুয়াল সেলফি ক্যামেরা আর ম্যাট ব্ল্যাক ফিনিশ।