ফাঁস হল Honor 8A ফোনের ছবি, জেনে নিন স্পেসিফিকেশান
Honor 8A ফোনে Android 9.0 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। Honor 8A তে থাকবে একটি 6.09 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek Helio P35 চিপসেট, 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ।