ব্যবহারকারী চাইলে যেমন স্ক্রিনকে ল্যান্ডস্কেপ মোডে (আড়াআড়ি) ব্যবহার করতে পারবেন, তেমনই একেবারে ঘুরিয়ে পোর্ট্রেট মোডে (উলম্বভাবে) দেখতে পারবেন।অর্থাৎ এক স্ক্রিনেই পোট্রেট ও ল্যান্ডস্কেপ ভিউ মিলবে। ডেস্কটপ মনিটারের জগতে এই সুবিধা নতুন না হলেও, ল্যাপটপের দুনিয়ায় সর্বপ্রথম।