অ্যামাজন প্রাইম ডে 2025 সেলে, iPhone 15 পাওয়া যাবে 57,249 টাকায়। এই দামে ব্যাঙ্কের অফারও অর্ন্তভুক্ত করা আছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে, বয়স ও মডেলের উপর নির্ভর করে সর্বাধিক 52,000 টাকা ডিসকাউন্ট মিলবে।
খুব শীঘ্রই বাজারে iphone 16 লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।কিন্তু তার পূর্বেই iphone 15 প্লাসের দাম কমিয়ে দেওয়া হলো। উৎসাহিত গ্রাহকরা এবার কম দামের বিনিময়ে পেতে যাবেন এই নতুন স্মার্টফোনটি। এছাড়াও ফোনটি বিভিন্ন ছাড়ের মাধ্যমে কিনতে পাওয়া যাবে।
বর্তমানে ফ্লিপকার্ট এর মাধ্যমে হ্যান্ডসেটটি নতুন দামে কিনতে পাওয়া যাবে।