সম্প্রতি Gadgets 360 জানিয়েছে যে, খুব শীঘ্রই iQOO কোম্পানীর পক্ষ থেকে নতুন একটি হ্যান্ডসেট iQOO Neo 10R লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যেই আলোচিত হ্যান্ডসেটটি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। কিছু টিপস্টারও iQOO Neo 10R-হ্যান্ডসেটটি সম্পর্কে নিজেদের মত প্রকাশ করেছে