Jio Fiber কানেকশনের সব প্ল্যান সামনে এনেছে মুকেশ আম্বানির কোম্পানি। গোটা দেশে 1,600 শহরে Jio Fiber কানেকশন পৌঁছাচ্ছে। এক নজরে এই পরিষেবা ব্যবহারের খরচ দেখে নিন।
Jio Fiber এর মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে।
Jio Fiber এর সাথেই বিনামূল্যে Jio FixedVoice পরিষেবা ব্যবহার করা যাবে। Jio Home Phone ব্যবহার করে গোটা দেশে আনলিমিটেড কল করতে পারবেন Jio Fiber গ্রাহকরা।
Jio GigaFiber কানেকশানের সাথেই Jio Home TV সাবস্ক্রিপশান যুক্ত থাকবে। একাধিক শহরে Gigafiber কানেকশান সামনে এলেও এখনও Jio Home TV কানেকশানের খবর সামনে আসেনি। শুরুতে কোম্পানির কর্মীদের কাছে এই কানেকশান পরীক্ষা করে তবেই সামনে আসবে Jio Home TV।
আগস্ট মাসে Jio GigaFiber-এর রেজিস্ট্রেশান শুরু হলেও এই স্মার্ট হোম ডিভাইসগুলি কবে লঞ্চ হবে তা জানায়নি Jio। এছাড়াও এই ডিভাইসগুলি Jio নেটওয়ার্কের বাইরেও চলবে কী না সেই বিষয়ে কোন মন্তব্য করেনি কোম্পানি।