Nokia 8110 4G ফিচার ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে। Nokia Store থেকে এই ফোনে WhatsApp ডাউনলোড করতে হবে। JioPhone আর JioPhone 2 এর মতোই Nokia 8110 4G ফোনেও KaiOS অপারেটিং সিস্টেম চলে।
Android ও iOS এর মতোই Jio Phone এ চলা WhatsApp-এও এন্ড-টু-এন্ড এনক্রিপশান থাকবে। এর ফলেই সুরক্ষিত থাকবে আপনার চ্যাট। এছাড়াও Jio Phone এ WhatsApp থেকে ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানো যাবে।
বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে ফসকে গিয়েছে Jio Phone 2? অনেক চেষ্টা করেও Jio Phone 2 কিনতে ব্যর্থ হয়েছে? হতাশ হবে না। আবার শিঘ্রই ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন।