Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Jio Phone Prima 2 - 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত ফোন

Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Photo Credit: Jio

JioPhone Prima 2 comes in a Luxe Blue shade with a leather-like finish

হাইলাইট
  • JioPhone Prima 2 ফোনটিতে Jio Pay অ্যাপের মাধ্যমে UPI করা যাবে
  • নতুন হ্যান্ডসেটটিতে FM রেডিও এবং 4G এর সংযোগ আছে
  • JioPhone Prima 2 - তে একটি LED টর্চ ইউনিট আছে
বিজ্ঞাপন

ভারতে Jio কোম্পানী উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট Jio Phone Prima 2 । 2023 সালের নভেম্বর Jio Phone Prima 4g এর সাফল্যের পর এই নতুন ফোনটি লঞ্চ করেছে কোম্পানী। দ্বিতীয় প্রজন্মের Jio phone prima টি কিছু নতুন উন্নতমানের বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ। Jio phone prima 2 ফোনটি Qualcomm চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটিতে একটি 2000 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি সামনে এবং পিছনে উভয়দিকের ক্যামেরা দ্বারা সজ্জিত।
ভারতে Jio Phone Prima 2- এর দাম :

ভারতে Jio Phone Prima 2 এর নির্ধারিত মূল্য হলো 2,799 টাকা। এটি লাক্স নীল রঙের বিকল্পে উপলব্ধ।ফোনটি ভারতে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।

Jio Phone Prima 2 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

কোম্পানীর উন্মোচিত নতুন ফোনটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে এবং কীপ্যাড দ্বারা সজ্জিত। ফোনটি একটি অনির্ধারিত Qualcomm চিপসেট এবং KaiOS 2.5.3 দ্বারা চালিত। নতুন ফোনটিতে 4জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত প্রসারণ যোগ্য মেমোরি সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে Jio Phone Prima 2 ফোনটিকে পিছনের ক্যামেরার পাশাপাশি সামনের ক্যামেরা দ্বারা সজ্জিত করা হয়েছে। ফোনটিতে কোনো রকম বহির্ভূত ভিডিও চ্যাট এপ্লিকেশন ছাড়াও সরাসরি ভিডিও কল করার ব্যবস্থা করা হয়েছে। এটিতে একটি LED টর্চ লাইট যুক্ত করা আছে।

এছাড়াও কোম্পানীর নতুন ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা JioPay দ্বারা স্ক্যান করে যে কোনো UPI পেইমেন্ট করতে পারবে। এছাড়াও এটিতে মনোরঞ্জনের জন্য কোম্পানীর বিভিন্ন অ্যাপ যেমন Jio TV,Jio cinema এবং Jio Saavn যুক্ত করা আছে। ব্যাবহারকারীরা এটির মাধ্যমে যোগাযোগ এবং সামাজিক মিডিয়া যেমন -Facebook ,Youtube, গুগল এসিস্ট্যান্ট চালাতে পারবে। ফোনটি 23 ধরনের ভাষা দ্বারা সমর্থিত।

নতুন ফোনটি 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এটিতে একটি ন্যানো সিমের মাধ্যমে 4g এর সংযোগ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা FM রেডিও চালাতে পারবে। ফোনটিতে 3.5মিমি অডিও জ্যাক আছে। লেদারের মত দেখতে সজ্জিত ফোনটির পরিমাপ 123.4×55.5×15.1 মিমি এবং ওজন 120 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO Z10R 5G ভারতে 4K Vlog ক্যামেরার সাথে লঞ্চ হল, ক্রেতাদের জন্য 2,000 টাকার বিশেষ ছাড়
  2. Itel আনল ভারতের প্রথম AI ফিচার ফোন Super Guru 4G Max, দাম শুনলে কিনতে ছুটবেন
  3. 50MP সেলফি ক্যামেরার Vivo X200 FE স্মার্টফোন 5,500 টাকা ছাড়ে কেনার সুযোগ
  4. iQOO Neo 11 সিরিজ পুরো বাজার কাঁপাবে! থাকবে 7,000mAh ব্যাটারি ও 100W চার্জিং
  5. OnePlus Pad Lite কম দামে দেশে লঞ্চ হল, কোম্পানি দিচ্ছে অতিরিক্ত 3,000 টাকা ছাড়
  6. Realme Narzo 80 Lite 4G ভারতে 6,599 টাকায় লঞ্চ হল, 6,300mah ব্যাটারি ও 8GB র‍্যাম রয়েছে
  7. 12 আগস্ট লঞ্চের আগেই Vivo V60 ফোনের দাম ফাঁস হল, থাকছে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি
  8. Xiaomi 16 সিরিজ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হতে পারে, 6,500mAh ব্যাটারিও থাকবে
  9. Oppo K13 Turbo সিরিজ ইন-বিল্ট ফ্যান, 16GB র‍্যাম, ও 7,000Mah ব্যাটারির সাথে আগস্টে ভারতে আসছে
  10. Vivo Y50m 5G ও Y50 5G সস্তায় 12 জিবি র‍্যাম, 6,000mAh ব্যাটারির সাথে বাজারে এল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »