Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Jio Phone Prima 2 - 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত ফোন

Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Photo Credit: Jio

JioPhone Prima 2 comes in a Luxe Blue shade with a leather-like finish

হাইলাইট
  • JioPhone Prima 2 ফোনটিতে Jio Pay অ্যাপের মাধ্যমে UPI করা যাবে
  • নতুন হ্যান্ডসেটটিতে FM রেডিও এবং 4G এর সংযোগ আছে
  • JioPhone Prima 2 - তে একটি LED টর্চ ইউনিট আছে
বিজ্ঞাপন

ভারতে Jio কোম্পানী উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট Jio Phone Prima 2 । 2023 সালের নভেম্বর Jio Phone Prima 4g এর সাফল্যের পর এই নতুন ফোনটি লঞ্চ করেছে কোম্পানী। দ্বিতীয় প্রজন্মের Jio phone prima টি কিছু নতুন উন্নতমানের বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ। Jio phone prima 2 ফোনটি Qualcomm চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটিতে একটি 2000 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি সামনে এবং পিছনে উভয়দিকের ক্যামেরা দ্বারা সজ্জিত।
ভারতে Jio Phone Prima 2- এর দাম :

ভারতে Jio Phone Prima 2 এর নির্ধারিত মূল্য হলো 2,799 টাকা। এটি লাক্স নীল রঙের বিকল্পে উপলব্ধ।ফোনটি ভারতে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।

Jio Phone Prima 2 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

কোম্পানীর উন্মোচিত নতুন ফোনটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে এবং কীপ্যাড দ্বারা সজ্জিত। ফোনটি একটি অনির্ধারিত Qualcomm চিপসেট এবং KaiOS 2.5.3 দ্বারা চালিত। নতুন ফোনটিতে 4জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত প্রসারণ যোগ্য মেমোরি সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে Jio Phone Prima 2 ফোনটিকে পিছনের ক্যামেরার পাশাপাশি সামনের ক্যামেরা দ্বারা সজ্জিত করা হয়েছে। ফোনটিতে কোনো রকম বহির্ভূত ভিডিও চ্যাট এপ্লিকেশন ছাড়াও সরাসরি ভিডিও কল করার ব্যবস্থা করা হয়েছে। এটিতে একটি LED টর্চ লাইট যুক্ত করা আছে।

এছাড়াও কোম্পানীর নতুন ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা JioPay দ্বারা স্ক্যান করে যে কোনো UPI পেইমেন্ট করতে পারবে। এছাড়াও এটিতে মনোরঞ্জনের জন্য কোম্পানীর বিভিন্ন অ্যাপ যেমন Jio TV,Jio cinema এবং Jio Saavn যুক্ত করা আছে। ব্যাবহারকারীরা এটির মাধ্যমে যোগাযোগ এবং সামাজিক মিডিয়া যেমন -Facebook ,Youtube, গুগল এসিস্ট্যান্ট চালাতে পারবে। ফোনটি 23 ধরনের ভাষা দ্বারা সমর্থিত।

নতুন ফোনটি 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এটিতে একটি ন্যানো সিমের মাধ্যমে 4g এর সংযোগ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা FM রেডিও চালাতে পারবে। ফোনটিতে 3.5মিমি অডিও জ্যাক আছে। লেদারের মত দেখতে সজ্জিত ফোনটির পরিমাপ 123.4×55.5×15.1 মিমি এবং ওজন 120 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  2. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে, চাপ বাড়বে Realme, Oppo-দের
  3. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  4. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  5. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  6. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  7. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
  8. Realme 16 Pro আসছে 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে, 7,000mah ব্যাটারিও থাকবে
  9. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, কবে লঞ্চ, কেমন ফিচার্স, দেখুন
  10. Realme C85 5G নভেম্বর 28 ভারতে লঞ্চ হচ্ছে, 1 শতাংশ চার্জেও 9 ঘন্টা চালু থাকবে!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »