Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Jio Phone Prima 2 - 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত ফোন

Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

Photo Credit: Jio

JioPhone Prima 2 comes in a Luxe Blue shade with a leather-like finish

হাইলাইট
  • JioPhone Prima 2 ফোনটিতে Jio Pay অ্যাপের মাধ্যমে UPI করা যাবে
  • নতুন হ্যান্ডসেটটিতে FM রেডিও এবং 4G এর সংযোগ আছে
  • JioPhone Prima 2 - তে একটি LED টর্চ ইউনিট আছে
বিজ্ঞাপন

ভারতে Jio কোম্পানী উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট Jio Phone Prima 2 । 2023 সালের নভেম্বর Jio Phone Prima 4g এর সাফল্যের পর এই নতুন ফোনটি লঞ্চ করেছে কোম্পানী। দ্বিতীয় প্রজন্মের Jio phone prima টি কিছু নতুন উন্নতমানের বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ। Jio phone prima 2 ফোনটি Qualcomm চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটিতে একটি 2000 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি সামনে এবং পিছনে উভয়দিকের ক্যামেরা দ্বারা সজ্জিত।
ভারতে Jio Phone Prima 2- এর দাম :

ভারতে Jio Phone Prima 2 এর নির্ধারিত মূল্য হলো 2,799 টাকা। এটি লাক্স নীল রঙের বিকল্পে উপলব্ধ।ফোনটি ভারতে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।

Jio Phone Prima 2 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

কোম্পানীর উন্মোচিত নতুন ফোনটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে এবং কীপ্যাড দ্বারা সজ্জিত। ফোনটি একটি অনির্ধারিত Qualcomm চিপসেট এবং KaiOS 2.5.3 দ্বারা চালিত। নতুন ফোনটিতে 4জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত প্রসারণ যোগ্য মেমোরি সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে Jio Phone Prima 2 ফোনটিকে পিছনের ক্যামেরার পাশাপাশি সামনের ক্যামেরা দ্বারা সজ্জিত করা হয়েছে। ফোনটিতে কোনো রকম বহির্ভূত ভিডিও চ্যাট এপ্লিকেশন ছাড়াও সরাসরি ভিডিও কল করার ব্যবস্থা করা হয়েছে। এটিতে একটি LED টর্চ লাইট যুক্ত করা আছে।

এছাড়াও কোম্পানীর নতুন ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা JioPay দ্বারা স্ক্যান করে যে কোনো UPI পেইমেন্ট করতে পারবে। এছাড়াও এটিতে মনোরঞ্জনের জন্য কোম্পানীর বিভিন্ন অ্যাপ যেমন Jio TV,Jio cinema এবং Jio Saavn যুক্ত করা আছে। ব্যাবহারকারীরা এটির মাধ্যমে যোগাযোগ এবং সামাজিক মিডিয়া যেমন -Facebook ,Youtube, গুগল এসিস্ট্যান্ট চালাতে পারবে। ফোনটি 23 ধরনের ভাষা দ্বারা সমর্থিত।

নতুন ফোনটি 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এটিতে একটি ন্যানো সিমের মাধ্যমে 4g এর সংযোগ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা FM রেডিও চালাতে পারবে। ফোনটিতে 3.5মিমি অডিও জ্যাক আছে। লেদারের মত দেখতে সজ্জিত ফোনটির পরিমাপ 123.4×55.5×15.1 মিমি এবং ওজন 120 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে শুরু হল Motorola Signature ফোনের সেল, ক্যামেরা সেরা
  2. Samsung Galaxy F70 সিরিজ সস্তায় দুর্দান্ত ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হচ্ছে, ছবি ও ভিডিওতে বাজিমাত
  3. Realme 16 5G হাজির 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সাথে, ফোনের পিছনে রয়েছে আয়না
  4. Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
  5. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  6. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  7. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  8. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  9. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  10. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »