Jio Phone Prima 2 - 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত ফোন
Photo Credit: Jio
JioPhone Prima 2 comes in a Luxe Blue shade with a leather-like finish
ভারতে Jio কোম্পানী উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট Jio Phone Prima 2 । 2023 সালের নভেম্বর Jio Phone Prima 4g এর সাফল্যের পর এই নতুন ফোনটি লঞ্চ করেছে কোম্পানী। দ্বিতীয় প্রজন্মের Jio phone prima টি কিছু নতুন উন্নতমানের বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ। Jio phone prima 2 ফোনটি Qualcomm চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটিতে একটি 2000 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি সামনে এবং পিছনে উভয়দিকের ক্যামেরা দ্বারা সজ্জিত।
ভারতে Jio Phone Prima 2- এর দাম :
ভারতে Jio Phone Prima 2 এর নির্ধারিত মূল্য হলো 2,799 টাকা। এটি লাক্স নীল রঙের বিকল্পে উপলব্ধ।ফোনটি ভারতে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।
কোম্পানীর উন্মোচিত নতুন ফোনটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে এবং কীপ্যাড দ্বারা সজ্জিত। ফোনটি একটি অনির্ধারিত Qualcomm চিপসেট এবং KaiOS 2.5.3 দ্বারা চালিত। নতুন ফোনটিতে 4জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত প্রসারণ যোগ্য মেমোরি সমর্থন করে।
ক্যামেরার ক্ষেত্রে Jio Phone Prima 2 ফোনটিকে পিছনের ক্যামেরার পাশাপাশি সামনের ক্যামেরা দ্বারা সজ্জিত করা হয়েছে। ফোনটিতে কোনো রকম বহির্ভূত ভিডিও চ্যাট এপ্লিকেশন ছাড়াও সরাসরি ভিডিও কল করার ব্যবস্থা করা হয়েছে। এটিতে একটি LED টর্চ লাইট যুক্ত করা আছে।
এছাড়াও কোম্পানীর নতুন ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা JioPay দ্বারা স্ক্যান করে যে কোনো UPI পেইমেন্ট করতে পারবে। এছাড়াও এটিতে মনোরঞ্জনের জন্য কোম্পানীর বিভিন্ন অ্যাপ যেমন Jio TV,Jio cinema এবং Jio Saavn যুক্ত করা আছে। ব্যাবহারকারীরা এটির মাধ্যমে যোগাযোগ এবং সামাজিক মিডিয়া যেমন -Facebook ,Youtube, গুগল এসিস্ট্যান্ট চালাতে পারবে। ফোনটি 23 ধরনের ভাষা দ্বারা সমর্থিত।
নতুন ফোনটি 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এটিতে একটি ন্যানো সিমের মাধ্যমে 4g এর সংযোগ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা FM রেডিও চালাতে পারবে। ফোনটিতে 3.5মিমি অডিও জ্যাক আছে। লেদারের মত দেখতে সজ্জিত ফোনটির পরিমাপ 123.4×55.5×15.1 মিমি এবং ওজন 120 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation