Lava Agni 4 সংস্থার প্রথম মডেল যা অ্যাকশন বাটন পেয়েছে৷ এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেস করে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। এর মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।
Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে।