ধবার পাওয়া যাবে LG W10 আর W30। এই দুটি ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলেন্স সাপোর্ট। সাথে থাকছে নাইট মোড, পোট্রেট, বোকেহ আর ওয়াইড অ্যাঙ্কেল মোড।
LG V40 ThinQ এর দাম 60,000 টাকা। তবে Amazon এ 49,990 টাকায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। Amazon Great Indian Sale এ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
ছবি তোলার জন্য LG V40 ThinQ তে রয়েছে পাঁচটি ক্যামেরা। এর মধ্যে তিনটি ক্যামেরা ফোনের পিছনে আর দুটি ফোনের সামনে। LG V40 ThinQ এর ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে 12MP+16MP+12MP সেন্সার। ফোনের সামনে ডুয়াল ক্যামেরায় থাকবে 8MP+5MP সেন্সার।