2017 সালে জাকারবার্গের সুরক্ষায় মোট 9 মিলিয়ান মার্কিন ডলার খরচ হয়েছিল। 2018 সালে জাকারবার্গ ও তার পরিবারের সুরক্ষায় 20 মিনিয়ান মার্কিন ডলার খরচ করেছে Facebook। 2.6 মিলিয়ান ডলার খরচ হয়েছে তার ব্যাক্তিগত জেট বিমান যাত্রায়।
একের পর এক ডাটা কান্ডে জর্জরিত Facebook। এর ফলেই হতাশায় ভুগছেন কোম্পানির কর্মীরা। ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় কর্মী কোম্পানি ছেড়েছেন বলে এক রিপোর্টে জানানো হয়েছে।
24 বছর বয়সী এই হ্যাক্রের ফেসবুক পেজে 26,000 ফলোয়ার রয়েছে। সেখানে তিনি ইতিমধ্যেই এই লাইভ ইভেন্টের শিডিউল তৈরী করেছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6 টায় কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি।
এই প্রথম বিশ্বের সবথেকে তিন ধনী ব্যাক্তি টেকনোলজির দুনিয়া থেকে এলেন। এই মুহুর্তে 34 বছর বয়সী জুকারবার্গের মোট সম্পত্তির পরিমান 81.6 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 5.61 লক্ষ কোটি টাকা)।
সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্ট অনুসারে ফেসবুকের মাসিক উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে 2.13 বিলিয়ন হয়ে গেছে.কিন্তু অবাক করার বিষয় এই যে, মানুষ ফেসবুকে এলেও তাতে খুবই কম সময় অতিবাহিত করছে.