Facebook-এর মাসিক উপভোক্তা বৃদ্ধি পেলেও কাটাচ্ছে কম সময়

Facebook-এর মাসিক উপভোক্তা বৃদ্ধি পেলেও কাটাচ্ছে কম সময়
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্ট অনুসারে ফেসবুকের মাসিক উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে 2.13 বিলিয়ন হয়ে গেছে.কিন্তু অবাক করার বিষয় এই যে, মানুষ ফেসবুকে এলেও তাতে খুবই কম সময় অতিবাহিত করছে. ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতে, ''ফেসবুকে সময় কাটানোর প্রসঙ্গে বলা যায় প্রতিদিনের হিসাবে প্রায় 5 কোটি ঘন্টা কমে গেছে.''  

উপার্জনের বিষয় নিয়ে জুকারবার্গ বলেছেন, ''উপভোক্তাদের ফেসবুকে বেশি সময় কাটানোর থেকে উপভোক্তাদের একে অপরের সাথে যুক্ত রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ. সমাজ ও মানুষেরা যাতে আরো উন্নতির দিকে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই সেবা. গত কয়েক বছর যাবৎ ভাইরাল ভিডিও এবং বিসনেস পোস্ট এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানুষ নিজের পরিচিত বন্ধুদের খুঁজে পাচ্ছেনা.'' তিনি আরও জানিয়েছেন যে, অন্যান্য পোস্টের তুলনায় ফেসবুক বন্ধুত্বপূর্ণ বা পারিবারিক পোস্ট গুলোকেই বেশি গুরুত্ব প্রদান করে.  

ফেসবুক জানিয়েছে যে, বিজ্ঞাপন রেভিনিউ এবং নতুন সদস্যদের জোরে শেষ তিন মাসে লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে. ফেসবুক জানিয়েছে যে, গত কয়েক মাসে এক্টিভ উপভোক্তার সংখ্যা 2 বিলিয়ন পার করে যাবে,গত বছরের তুলনায় তা 14 শতাংশ বেশি.
2014 সালের 19 শে ফেব্রুয়ারি ফেসবুক 19 বিলিয়ন ডলার দিয়ে হোয়াটস্যাপ অধিগ্রহণ  করেছিল. আজ পর্যন্ত ফেসবুক যত লেনদেন করেছে, তার মধ্যে এটা সবচেয়ে বড়ো. প্রতিমাসে ভারতের প্রায় 20  কোটি লোক হোয়াটস্যাপের ব্যবহার করে. এছাড়া কম্পানি নিজের oculus হার্ডওয়ার ইউনিটের সাথে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে নিজের পা রাখতে সক্ষম হয়েছে.

 
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »