কবে লঞ্চ হবে Mi 9? জানালো Xiaomi
কোম্পানি জানিয়েছে 20 ফেব্রুয়ারি বেজিংয়ে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্লাগশিপ। একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। সেই ফোন লঞ্চের কয়েক ঘন্টা আগেই চিনে লঞ্চ হবে Mi 9।