এই মুহুর্তে কোম্পানি ব্যস্ত জলদি গ্রাহকের ফোনে Android Pie পৌঁছে দেওয়ার কাজে। শুরুতে যে সব ফোনে Snapdragon 600 সিরিজের চিপসেট রয়েছেসেই সব ফোনে পৌঁছাবে লেটেস্ট এই আপডেট। এর মধ্যে রয়েছে Nokia 6.1, Nokia 6.1 Plus এর মতো জনপ্রিয় ফোনগুলি।
গ্রাহকদের লেটেস্ট অ্যানড্রয়েড ব্যবহারের জন্য জনপ্রিয় হয়েছে Nokia। গত মাসেই কোম্পানি জানিয়েছিল Android P এর ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। সব Nokia ফোনে এই লেটেস্ট অপারেটিং সিস্টেম নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।