এই মুহুর্তে কোম্পানি ব্যস্ত জলদি গ্রাহকের ফোনে Android Pie পৌঁছে দেওয়ার কাজে। শুরুতে যে সব ফোনে Snapdragon 600 সিরিজের চিপসেট রয়েছেসেই সব ফোনে পৌঁছাবে লেটেস্ট এই আপডেট। এর মধ্যে রয়েছে Nokia 6.1, Nokia 6.1 Plus এর মতো জনপ্রিয় ফোনগুলি।
Photo Credit: YouTube/ Nokia Mobile
শিগ্রই Nokia 6.1, 6.1 Plus, 8 আর 8 Sirocco ফোনে পৌঁছে যাবে Android Pie আপডেট
সম্প্রতি এক ইভেন্টে লঞ্চ হয়েছে Nokia 7.1। এর সাথেই কোম্পানি অন্য সব ফোনে লেটেস্ট Android Pie আপডেটে কথা ঘোষণা করাছে HMD Global। কোম্পানি জানিয়েছে শিঘ্রই Nokia 6.1, Nokia 6.1 Plus, Nokia 8 আর Nokia 8 Sirocco ফোনে পৌঁছে যাবে Android Pie আপডেট।
ইতিমধ্যেই গ্রাহকদের জলদি লেটেস্ট Android আপডেট দেওয়ার জন্য সুনাম কুড়িয়েছে Nokia। এই মুহুর্তে কোম্পানি ব্যস্ত জলদি গ্রাহকের ফোনে Android Pie পৌঁছে দেওয়ার কাজে। শুরুতে যে সব ফোনে Snapdragon 600 সিরিজের চিপসেট রয়েছেসেই সব ফোনে পৌঁছাবে লেটেস্ট এই আপডেট। এর মধ্যে রয়েছে Nokia 6.1, Nokia 6.1 Plus এর মতো জনপ্রিয় ফোনগুলি। অক্টোবর মাসেই এই দুই ফোনে Android Pie আপডেট পোঁছে যাবে।
অন্যদিকে Nokia 8 আর Nokia 8 Sirocco ফোনে Android Pie আপডেট পৌঁছাবে নভেম্বরে। যদিও Android Pie আপডেটের কোন তারিখ জানায়নি HMD Global।
গত কয়েক বছরে কোম্পানির প্রায় সব ফোন Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছে। যা এই ফোনগুলিতে জলদি লেটেস্ট Android আপডেট পৌঁছে যাওয়ার অন্যতম কারন। এই বছরের শেষে কোম্পানির আরও কয়েকটি ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video