সামনেই দীপাবলী। আলোর উৎসবের ঠিক আগেই একাধিক স্মার্টফোন কোম্পানি নিজেদের স্মার্টফোনের দাম কমানো শুরু করল। ইতিমধ্যেই ধামাকা সেল এর ঘোষণা করেছে Xiaomi। পিছিয়ে নেই Nokia। কোম্পানির একাধিক স্মার্টফোনে বড় ছাড় নিয়ে হাজির Nokia।
3GB RAM ও 32GB স্টোরেজ এর Nokia 3.1 ফোনের দাম 1000 টাকা কমে এখন 10,999 টাকায় পাওয়া যাচ্ছে। মে মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। 1,500 টাকা দাম কমে Nokia 5.1 ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হয়েছে 10,999 টাকা। Nokia 6.1 ফোনের 3GB RAM আর 32 GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ ফোনের দাম কমেছে যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা। দাম কমার পরে মাত্র 13,499 টাকায় 3GB Nokia 6.1 আর 16,499 টাকায় 4GB Nokia 6.1 পাওয়া যাচ্ছে।
13,000 টাকা দাম কমেছে Nokia 8 Sirocco স্মার্টফোনের। 49,999 টাকার পরিবর্তে মাত্র 36,999 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750N চিপসেট আর 2GB RAM।
Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ। 16GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.1 এ থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB আর একটি 3.5 হেডফোন জ্যাক। Nokia 3.1 এর ওজন মাত্র 138.5 গ্রাম।
Nokia 5.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6755S চিপসেট আর 2GB/3GB RAM।
Nokia 5.1 এ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 3000 mAh ব্যাটারি থাকবে Nokia 5.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।
Nokia 6.1 Plus এ আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।
Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন