ভারত সহ বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে Nothing সাবসিডিয়ারির ফোন CMF Phone 2 Pro। আসন্ন CMF Phone 2 Pro-ফোনটি বিভিন্ন AI ভিত্তিক ফিচার নিয়ে এসেছে। ফোনটি একটি বিশেষ Essential Space নামক ফিচার নিয়ে এসেছে।
CMF Buds Pro 2 ও CMF Watch Pro 2 এর ডিজাইন এবং ফিচারগুলি লঞ্চের আগে প্রকাশিত হয়েছে। তারা CMF Phone 1 এর সাথে ৮ জুলাই উন্মোচিত হবে। CMF হলো Nothing এর সাব-ব্র্যান্ড।