OnePlus বর্তমানে Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট চালিত একটি কম্প্যাক্ট ট্যাবের প্রোটোটাইপ মডেল পরীক্ষা করছে। এটি 2026 সালের প্রথমার্ধে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
চীনের বাজারে লঞ্চ হয়ে গেলো Oneplus কোম্পানীর একটি নতুন হ্যান্ডসেট OnePlus 13T। হ্যান্ডসেটটি OnePlus-এর 13 সিরিজের অংশ হিসেবে উন্মোচিত হয়েছে। OnePlus 13T ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এছাড়াও ফোনটি একটি নতুন ফিচার পেয়েছে