OnePlus 15T চীনে 2026 সালের লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে৷ এটি ভারতে কিছুটা ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus 15s নামে আসতে পারে৷ আসন্ন ফোনটিতে আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার হতে পারে, যা পূর্বসূরি মডেলে নেই৷ ফোনের সামনে 6.31 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে পাওয়া যাবে৷