OnePlus 7 ফোনে OnePlus 6T ফোনের মতোই ডিজাইন থাকবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট নচ থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা।
14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus এর নতুন ফোনগুলি। OnePlus 7 এর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 Pro। তবে এই লঞ্চ প্রসঙ্গে এখনও মুখ খোলেনি OnePlus।