Oppo K3 এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Oppo K3 কিনতে 19,990 টাকা খরচ হবে।
Oppo K3 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। বৃহস্পরিবার ভারতে লঞ্চ হয়েছিল Oppo A9। পর দিনই ভারতে আসছে পপ-আপ ক্যামেরার Oppo K3।