Oppo Reno 15 সিরিজ ক্যামেরা-কেন্দ্রিক হতে চলেছে। Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G-তে সম্পূর্ণ নতুন ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও শ্যুটে বিশেষ ফোকাস করবে। তিনটি মডেলেই AI Editor 3.0 টুল থাকবে, যার মধ্যে AI পোট্রেট গ্লো এবং মোশন ফটো এডিটিং ফিচার মিলবে।
Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস প্রকাশ্যে এসেছে। তবে মনে রাবেন, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
Oppo Reno 15 Series 5G-এর টিজার ভিডিওতে সাদা ও নীল রঙের দুই ফোনকে দেখা গিয়েছে। নীল রঙের মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ আছে। এটি নর্দান লাইটসের মতো দেখতে লাগছে। বেস Oppo Reno 15 ভ্যারিয়েন্টে 120x জুম ক্ষমতা-সহ পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।