PUBG Mobile ভার্সান 0.11.0 আপডেটে Zombie: Survive Till Dawn নামে নতুন মোড যোগ হয়েছে। লুট ও অন্যান্য খেলোয়াড়ের থেকে সাবধানের থাকার সাথেই নতুন মোডে জম্বির থেকেও দূরে থাকতে হবে।
0.11.0 আপডেটের হাত ধরে PUBG Mobile এ জম্বি মোড পৌঁছাবে। আপডেটের কাজ করার জন্য 19 ফেব্রুয়ারী ভারতীয় সময় সকাল 5 টা 30 মিনিট থেকে PUBG Mobile সার্ভার বন্ধ থাকবে।