0.11.0 আপডেটের হাত ধরে PUBG Mobile এ জম্বি মোড পৌঁছাবে। আপডেটের কাজ করার জন্য 19 ফেব্রুয়ারী ভারতীয় সময় সকাল 5 টা 30 মিনিট থেকে PUBG Mobile সার্ভার বন্ধ থাকবে।
0.11.0 আপডেটের হাত ধরে PUBG Mobile এ জম্বি মোড পৌঁছাবে
শিঘ্রই PUBG Mobile এ আসতে চলেছে জম্বি মোড। 0.11.0 আপডেটের হাত ধরে PUBG Mobile এ জম্বি মোড পৌঁছাবে। আপডেটের কাজ করার জন্য 19 ফেব্রুয়ারী ভারতীয় সময় সকাল 5 টা 30 মিনিট থেকে PUBG Mobile সার্ভার বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আবার সার্ভার শুরু হবে। তখনই জম্বি মোড পৌঁছে যাবে জনপ্রিয় এই গেমে। জম্বি মোডের অফিশিয়াল নাম ‘সার্ভাইভ টিল ডন'। দেখে নিন এই আপডেটে নতুন কী ফিচার যোগ হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই Mi 9 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরার ঝলক প্রকাশ করল Xiaomi
আরও পড়ুন: হালকা পাতলা দুটি নতুন ট্যাবলেট নিয়ে এল Samsung
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
বিটা মোডে PUBG Mobile আপডেট 0.11.0 আমাদের নজর কেড়েছিল। তাই নতুন ‘সার্ভাইভ টিল ডন' মোড (জম্বি মোড) নিঃসন্দেহে PUBG Mobile খেলার অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করে তুলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online