সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গিয়েছে Realme কোম্পানির একটি নতুন হ্যান্ডসেট Realme 14T 5G। Realme 14T 5G ফোনটি MediaTek Dimensity 6300 SoC দ্বারা চালিত। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি 50-মেগাপিক্সেলের
Realme বিগত জানুয়ারী মাসে Realme 14 Pro+ 5G হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করেছিল। সেই সময় এটি তিনটি বিকল্পের সাথে এসেছিল। কোম্পানি বর্তমানে গ্রাহকদের কাছে হ্যান্ডসেটটির 12জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ বিকল্প নিয়ে এসেছে।