Realme C85 5G মডেলটির স্পেসিফিকেশন Realme 15x-এর মতোই। দুই ফোনের মধ্যে তফাৎ বেশি নেই। প্রসেসর, ডিসপ্লে, ও ব্যাটারি একই থাকবে, শুধু ক্যামেরা ডাউনগ্রেড করে কম দামে আসবে। Realme 15x 5G মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে।