নতুন ভার্সানে সামনে এল PUBG Mobile: এক নজরে সব নতুন ফিচার
বিটা ভার্সানে লঞ্চ হল PUBG Mobile 0.10.0। Android ও iOS গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন। বুধবার Reddit এ এই খবর জানিয়েছে Tencent। সেখানে জানানো হয়েছে নতুন ভার্সানে গেমের মধ্যে চ্যাট করা যাবে। এর ফলে দল বেঁধে PUBG খেলতে সুবিধা হবে।