সম্প্রতি নিউ ইয়র্কে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+। মঙ্গলবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। আজ বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানে ভারতে কোম্পানির নতুন দুই ফ্যাবলেট লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনের ডিসপ্লে, ব্যাটারি ও মেমোরি আলাদা হলেও অন্যান্য স্পেসিফিকেশন একই। দুটি ফোনেই থাকছে ডাইনামিক AMOLED ডিসপ্লে।