108MP ক্যামেরার চারটি স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi
স্মার্টফোনের জন্য 108 মেগাপিক্সেল ক্যামেরা সন্সর লঞ্চ করেছে Samsung। এই সেন্সর ব্যবহার করে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। কোম্পানির মধ্যে ‘tucana', ‘draco', ‘umi' আর ‘cmi' নামে ডাকা হচ্ছে এই ফোনগুলিকে। নতুন এই চারটি ফোনে Samsung 108 MP ISOCELL Bright HMX সেন্সর সাকবে।