MediaTek Dimensity 9350 SoC-এর সাথে লঞ্চ হতে পারে নতুন হ্যান্ডসেট OnePlus Ace 5V
বর্তমানে OnePlus Ace 5V-হ্যান্ডসেটটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, OnePlus Ace 5V হ্যান্ডসেটটি OnePlus Ace 3V-এর উত্তরসূরী হয়ে আসবে। হ্যান্ডসেটটি একদম নতুন একটি প্রসেসর MediaTek Dimensity 9350 চিপসেট পাবে, এটি সম্ভবত MediaTek Dimensity 9300++ নাম পাবে। তবে এখনো পর্যন্ত কোম্পানি এটির সম্মন্ধে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি