এই বছরেই সামনে আসবে Apple Watch-এর পরবর্তী অপারেটিং সিস্টেম watchOS 5। নতুন অপারেটিং সিস্টেমে থাকবে ওয়াকি টকি, থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট, লাইভ খেলার স্কোর, যাতায়াতের সময়ের মতো আকর্ষনীয় সব ফিচার।
কোম্পানি জানিয়েছে হিন্দি ভাষা সাপোর্ট করবে নতুন এই আপডেট। এছাড়াও এবার থেকে হাত তুলেই Siri র সাথে কথা বলা যাবে। আগে Siri র সাথে কথা বলার জন্য শুরুতে Hey Siri বলতে হত।