Apple Watch-এর সবথেকে কম ব্যবহার হওয়া ফিচারটির নাম ‘টাইম ট্রাভেল’। সেপ্টেম্বরে নতুন watchOS 5 লঞ্চের সময় এই ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলিকন ভ্যালির টেক জায়েন্ট।
এক রিপোর্টে জানা গিয়েছে, watchOS 2 এর হাত ধরে Apple Watch-এ টাইম ট্রাভেল ফিচার প্রবেশ করেছিল। এই ফিচার ব্যবহার করে গ্রাহকরা সময়কে এগিয়ে বা পিছিয়ে বিভিন্ন তথ্য দেখে নিতে পারেন। Apple Watch এ সেই তথ্য দেখে নেওয়া যায়।
Apple Watch এর ডিজিটিতাল ক্রাউনটি দুই দিকে ঘুরিয়ে এই ফিচার ব্যবহার করা সম্ভব। অল্প কিছু ওয়াচ ফেস এই টাইম ট্রাভেল ফিচার ব্যবহার করেছে। তবে জনপ্রিয় প্রায় সব ওয়াচফেস এই ফিচারকে কখনই গুরুত্ব দেয়নি।
আবহাওয়া, ভ্রমণ বা স্বাস্থ্যের মতো কিছু বিভাগের অ্যাপ এই ফিচারকে চমৎকারভাবে ব্যবহার করতে পারলেও গ্রাহকের মন জিততে পারেনি Apple Watch-এর টাইম ট্রাভেল। সবসময়ই ডেভেলপারের নয়নের মনি হয়ে থেকে গিয়েছে Apple Watch টাইম ট্রাভেল।
“ডেভেলপাররা লক্ষ্য করেছেন watchOS 5 থেকে এই ফিচার বাদ পড়েছে” বলে এই রিপোর্টে জানানো হয়েছে।
এই বছরেই সামনে আসবে Apple Watch-এর পরবর্তী অপারেটিং সিস্টেম watchOS 5। নতুন অপারেটিং সিস্টেমে থাকবে ওয়াকি টকি, থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট, লাইভ খেলার স্কোর, যাতায়াতের সময়ের মতো আকর্ষনীয় সব ফিচার। প্রথম জেনারেশানের Apple Watch ছাড়াও কোম্পানির সব স্মার্টওয়াচেই এই আপডেট বিনামূল্যে পাবেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন