ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। Redmi 5A এর 2GB RAM + 16GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা। অন্যদিকে Redmi 5A এর 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের 6,999 টাকা খরচ করতে হবে।
বৃহষ্পতিবার দুপুর 12টায় ভারতে Mi A2 ফোন বিক্রি করবে Xiaomi। Amazon.in, Mi.com, Mi Home থেকে এই ফোন কেনা যাবে। একই সময়ে Flipkart ও mi.com এ শুরু হবে Redmi 5A সেল।