ভারতে WhatsApp গ্রাহকের সংখ্যা 22 কোটি। তাই ভারতের কথা মাথায় রেখে এই বছর একাধিক নতুন ফিচার লঞ্চ করেছিল মেসেজিং কোম্পানিটি। এক নজরে 2018 সালে WhatsApp –এ লঞ্চ হওয়া সেরা ফিচারগুলি দেখে নেওয়া যাক।
এই বছরেই জনপ্রিয় হয়েছে ডিসপ্লের উপরে নচ ও ফেস আনলক ফিচার। আগে প্রিমিয়াম স্মার্টফোনে এই ফিচার ব্যবহার হলেও 2018 সালে বাজেট স্মার্টফোনে হাজির হয়েছে এই ফিচারগুলি। প্রিমিয়াম স্মার্টফোনে এসেছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এক নজরে 2018 সালের স্মার্টফোনের সেরা ট্রেন্ডগুলি দেখে নেওয়া যাক।