স্মার্টফোনে 2018 সালের সেরা 10টি ট্রেন্ড

স্মার্টফোনে 2018 সালের সেরা 10টি ট্রেন্ড

2018 সালে স্মার্টফোনে জনপ্রিয় হয়েছে ডিসপ্লের উপরে নচ ও ফেস আনলক ফিচার

বিজ্ঞাপন

2018 সালের প্রত্যেক মাসেই লঞ্চ হয়েছে একের পর এক স্মার্টফোন। এই বছরেই বাজারে এসেছে Poco F1, ZenFone 5Z এর মতো ফ্ল্যাগশিপ কিলার। বাজেট স্মার্টফোনের বাজারে বাজিমাত করেছে Asus ZenFone Max Pro M1 আর Nokia 6.1 Plus। এই বছরেই জনপ্রিয় হয়েছে ডিসপ্লের উপরে নচ ও ফেস আনলক ফিচার। আগে প্রিমিয়াম স্মার্টফোনে এই ফিচার ব্যবহার হলেও 2018 সালে বাজেট স্মার্টফোনে হাজির হয়েছে এই ফিচারগুলি। প্রিমিয়াম স্মার্টফোনে এসেছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এক নজরে 2018 সালের স্মার্টফোনের সেরা ট্রেন্ডগুলি দেখে নেওয়া যাক।

1. ডিসপ্লের উপরে নচ

প্রথম স্মার্টফোনে অল বডি ডিসপ্লে নিয়ে হাজির হয়েছিল Mi Mix আর Samsung Galaxy S8। এই দুটি ফোন ভবিষ্যতে স্মার্টফোন ডিসপ্লের সংজ্ঞা বদলে দিয়েছে। এর পরে প্রথম ডিসপ্লের উপরে নচ সহ ফুল স্ক্রিন ডিসপ্লে নিজে হাজির হয়েছিল iPhone XVivoOppo পপ আপস্লাইডিং ক্যামেরা ডিজাইন বাজারে এনেছে এই বছরেই। কিন্তু প্রায় সব ফোনের ডিসপ্লের উপরেই এই বচ্র একটি নচ দেখা গিয়েছে। এই নচের মধ্যেই ছিল ইয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা আর প্রয়োজনীয় সব সেন্সার।

2. বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আগে ফ্ল্যাগশিপ ফোন কিনতে 40,000 টাকার বেশি খরচ হত। কয়েক বছর আগেও 20,000 টাকা থেকে 30,000 টাকা সেগমেন্টে ফ্ল্যাগশিপ বিক্রি করে বাজিমাত করেছিল OnePlus। সম্প্রতি OnePlus ফোনের দাম 40,000 টাকা ছাড়িয়ে যাওয়ার কারনেই 20,000 টাকা থেকে 30,000 টাকা সেগমেন্টে এক শূণ্যতার সৃষ্টি হয়েছিল। সেই শূণ্যতা পূরণ করেছে Asus ZenFone 5Z, Xiaomi Poco F1 আর Honor Play এর মতো স্মার্টফোনগুলি। তুলনামুলক কম দামে ফ্ল্যাগশিপ কনফিগারেশান দিয়ে এই ফোনগুলিও এই সেগমেন্টে বাজারের দখজন নিয়েছে। ZenFone 5Z ও Poco F1 ফোনে রয়েছে Snapdragon 845 চিপসেট আর 8GB পর্যন্ত RAM।

Asus ZenFone 5Z Camera 1530809767598 Asus ZenFone 5Zমধ্যবিত্তকে ফ্ল্যাগশিপ কেনার সুযোগ করে দিয়েছে Asus ZenFone 5Z আর Poco F1

 

3. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

লেটেস্ট হার্ডওয়্যারের সাথেই 2018 সালে স্মার্টফোনের হট টপিক ছিল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এই বছর লঞ্চ হওয়া প্রায় সব চিপসেটেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য আলাদা নিউরাল প্রসেসিং ইঞ্জিন (NPU) ব্যবহার হতে দেখা গিয়েছে। লেটেস্ট Kirin 980, Snapdragon 855 চিপসেটে এই মডিউল ব্যবহার হয়েছে।

4. গ্লাস ব্যাক

iPhone X, Samsung Galaxy S সিরিজের স্মার্টফোনের জনপ্রিয়তার পরে মেটাল থেকে ফোনের পিছনে গ্লাসের ব্যবহার শুরু হয়েছে। হাই এন্ড স্মার্টফোনের সাথেই Nokia 5.1 Plus, Honor 8X আর Realme C1 এর মতো বাজেট স্মার্টফোনে গ্লাস ব্যাক দেখা গিয়েছে।

ওয়্যারলেস চার্জিং ও ভালো অ্যান্টেনা রিসেপশানের জন্য ফোনের পিছনে গ্লাসের ব্যবহার বেড়েছে। এছাড়াও এই ডিজাইন প্রিমিয়াম ফিল দিয়েছে স্মার্টফোনকে।

Nokia 5.1 Plus back 2 ndtv 1538977516746 Nokia 5.1 PlusNokia 5.1 Plus ফোনে রয়েছে 2.5D গ্লাস ব্যাক

 

5. Android One / স্টক অ্যানড্রয়েডের জনপ্রিয়তা

এতদিন Motorola, NexusPixel স্মার্টফোনে স্টক অ্যানড্রয়েড দেখা যেত। বেশ কয়েক বছর হল Google এর Android One প্রোগ্রাম সামনে এসেছে। এই প্রোগ্রামের অধীনে স্মার্টফোনের হার্ডওয়্যারের দায়িত্বে থাকে বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি, কিন্তু সফটওয়্যার ডেভেলপ করে Google নিজে।

2018 সালে হঠাৎ জনপ্রিয়তার শিখরে পৌঁছায় Google এর Android One প্রোগ্রাম। 2017 সালে Mi A1 ফোনের হাত ধরে Xiaomi প্রথম Android One স্মার্টফোন বাজারে এনেছিল। এরপরে 2018 সালে Xiaomi, Nokia, Motorola সহ একের পর এক জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা একের পর এক Android One স্মার্টফোন বাজারে এনেছে। এই সব ফোনেই স্টক অ্যানড্রয়েড প্রিলোডেড থাকে।

6. ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

বেজেল লেস ডিসপ্লের স্মার্টফোন তৈরীর জন্য 2018 সালে একাধিক স্মার্টফোনে ডিসপ্লে নীচে পৌঁছেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 2018 সালে সব স্মার্টফোনে অপ্টিকাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। প্রধানত প্রিমিয়াম স্মার্টফোনে এখনও এই ফিচার দেখা গিয়েছে।

VivoNex Inline4 1531984848612 Vivo NexVivo Nex ফোনে প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার হয়েছে

 

7. USB Type-C পোর্টের জনপ্রিয়তা

2014 সাল থেকে স্মার্টফোনে USB Type-C পোর্ট ব্যবহার শুরু হলেও 2018 সালে তা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। আগে হাতে গোনা কিছু ফ্ল্যাগশিপ ফোনে এই পোর্ট ব্যবহার হলেও এই বছরেই একের পর এক বাজেট ও মিডরেঞ্জ স্মার্টফোন USB Type-C পোর্ট ব্যবহার শুরু হয়।

8. ফাস্ট চার্জিং এর জনপ্রিয়তা

USB Type-C পোর্টের জনপ্রিয়তার সাথেই এই বছর একাধিক বাজেট ও মিডরেঞ্জ ফোনে ফাস্ট চার্জিং পৌঁছাতে শুরু করে। আগে শুধুমাত্র প্রিমিয়াম স্মার্টফোনেই এই ফিচার দেখা যেত। Qualcomm Quick Charge প্রযুক্তি ছাড়াও 2018 সালে সামনে এসেছে VOOC সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি। এই টেকনোলজিতে মাত্র 30 মিনিটে Oppo স্মার্টফোন 0 থেকে 75 শতাংশ চার্জ হয়। এছাড়াও সম্প্রতি OnePlus সামনে এনেছে Wrap চার্জিং টেকনোলজি। এই টেকনোলজিতে OnePlus 6T McLaren Edition স্মার্টফোন 0 থেকে 50 শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র 20 মিনিট।

samsung galaxy a9 2018 camera2 ndtv 1543831182912 Samsung Galaxy A9 (2018)Samsung Galaxy A9 (2018) ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা

 

9. একাধিক ক্যামেরার ব্যবহার

2018 সালে লঞ্চ হওয়া প্রায় সব স্মার্টফোনে অন্তত দুটি রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। বছরের শুরুতে লঞ্চ হওয়া Huawei P20 Pro ফোনে প্রথম তিনটি ক্যামেরা দেখা যায়। পরে Huawei Mate 20 Pro, Samsung Galaxy A7 (2018), Oppo R17 Pro ফোনের পিছনেও তিনটি করে ক্যামেরা দেখা গিয়েছে। যদিও এই সব ফোনকে ছাপিয়ে 2018 সালে চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হয়েছে Samsung Galaxy A9 (2018)

10. ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলির হারিয়ে যাওয়া

2017 সালের শেষ থেকে ভারতে জনপ্রিয় হতে শুরু করেছিল চিনের স্মার্টফোন ব্র্যান্ডগুলি। ভারতের Micromax, iBall আর Intex এর মতো ব্র্যান্ডগুলিকে সরিয়ে 2018 সালে ভারতের স্মার্টফোন বাজারের দখল নিয়েছে Xiaomi, Realme, Oppo আর Vivo –র মতো চিনের স্মার্টফোন কোম্পানিগুলি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  3. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  4. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  5. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  6. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
  7. ভারতে লঞ্চ হয়ে গেছে Oppo Reno 13 5G সিরিজ, দেখেনিন এটির মূল বৈশিষ্ট্য এবং দাম
  8. ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G
  9. স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  10. খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »