বৃহষ্পতিবার ভারতে লঞ্চ হল Vivo NEX। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন ভারতে লঞ্চ করেছে Vivo। গত মাসে চিনে Vivo NEX সিরিজের Vivo Nex S আর Vivo Nex A ফোনদুটি লঞ্চ হয়েছিল। এর মধ্যে Vivo Nex S ফোনটিকে ভারতে Vivo NEX নামে লঞ্চ করল Vivo। একাধিক আধুনিক ডিজাইন ও ফিচারের সাথে ভারতে Vivo NEX লঞ্চ হয়েছে। এর মধ্যে অন্যতম Vivo NEX এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পপ আপ সেলফি ক্যামেরা, Snapdragon 845 চিপসেট সহ টপ এন্ড স্পেসিফিকেশান। এর সাথে গেম খেলার সময় স্মার্টফোন ঠান্ডা রাখতে নতুন কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। লঞ্চ ইভেন্তেই ফোনের দাম ও সব লঞ্চ অফার ঘোষনা করেছে Vivo।
ভারতে Vivo NEX এর দাম 44,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে আগামী 21 জুলাই ভারতে Vivo NEX বিক্রি শুরু হবে। এর সাথেই নির্বাচিত কিছু অফলাইন স্টোর আর ভিভো স্টোর থেকে Vivo NEX কেনা যাবে। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo NEX লঞ্চ হয়েছে। লঞ্চ অফারে পুরনো ফোন এক্সচেঞ্জে 5,000 টাকা পর্যন্ত ছাড় ও 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI এর সুবিধা পাওয়া যাবে। এর সাথেই একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন গ্রাহকরা। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ক্যাশব্যাক অফার পাবেন।
Vivo Nex S এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে 6.59 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.3:9। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।
Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।
কানেক্টিভিটির জন্য Vivo NEX এ থাকবে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C (OTG) আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo NEX এর ওজন 199 গ্রাম।
Are Vivo Nex and Oppo Find X revolutionary phones or overpriced prototypes? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন