2025 সালের 14-ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভেঙ্কটেশ অভিনীত তেলেগু সিনেমা Sankranthiki Vasthunnam। সিনেমাটিতে ভেঙ্কটেশের পাশে অভিনয় করেছেন ঐশ্বর্য রাজেশ এবং মীনাক্ষী চৌধুরী। সম্প্রতি এই সিনেমাটি ডিজিট্যাল রিলিজের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। সিনেমাটি আগামী 1 মার্চ Zee5-এ রিলিজ করা হবে
ভোডাফোন আইডিয়া Vi মুভিজ এবং টিভি অ্যাপে নতুন ZEE5 পার্টনারশিপের মাধ্যমে ১৭টি OTT অ্যাপ এবং ৩৫০টি লাইভ টিভি চ্যানেলের সাবস্ক্রিপশন প্রদান করছে। এই প্ল্যানগুলি মাসিক ২৪৮ টাকা থেকে শুরু।