Apple আগামী বছর ইনবিল্ট ক্যামেরার সঙ্গে AirPods Pro 4 আনতে পারে।
2022 সালের সেপ্টেম্বরে AirPods Pro 2 এনেছিল Apple
iPhone 17 জ্বরে কাবু গোটা বিশ্ব। Apple-এর 'Awe Dropping' ইভেন্টে আগামীকাল আত্মপ্রকাশ করবে আইফোনের নতুন প্রজন্ম। তবে শুধু স্মার্টফোন নয়, কালকের অনুষ্ঠানে Airpods Pro 3 আরও একটি বড় চমক হতে পারে। Apple বিশ্লেষক মিং-চি কুও সহ বেশ কয়েকটি সূত্রের দাবি,মার্কিন টেক জায়ান্টটি এই বছর AirPods Pro 2 এর উত্তরসূরী লঞ্চ করবে ও এটি পরে অতিরিক্ত বৈশিষ্ট্য দিয়ে আপডেট করতে পারে। আসন্ন ইয়ারফোনটি অবিশ্বাস্য সব ফিচার্স নিয়ে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। AirPods Pro 3 মডেলটির বহু প্রত্যাশিত একটি বৈশিষ্ট্য হতে পারে হার্ট রেট মনিটর।
কুও তাঁর ব্যক্তিগত X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলেছেন, অ্যাপল 2025 সালের দ্বিতীয়ার্ধে AirPods Pro 3 প্রকাশ করতে পারে। যদিও নির্দিষ্ট করে কোনও তারিখ উল্লেখ করেননি তিনি। মজার বিষয় হল, টেক জায়ান্টটি সাধারণত লেটেস্ট আইফোনের সঙ্গে AirPods এর নতুন মডেল লঞ্চ করে থাকে। সুতরাং ইয়ারবাডসটি আগামীকাল, মঙ্গলবার iPhone 17 লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
কুও দাবি করেছেন, AirPods Pro আগামী বছর একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার আপডেট আনতে পারে। নতুন এই ইয়ারফোনে ইনবিল্ট ক্যামেরা থাকবে, যা আরও উন্নত স্পেশিয়াল অডিও এক্সপেরিয়েন্স উপহার দেবে। সহজ ভাষায় বললে, ইয়ারফোনটি ক্যামেরার সাহায্যে ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বুঝে বাস্তবসদৃশ শব্দ শোনার অভিজ্ঞতা তৈরি করতে পারবে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল 2027 সালে চতুর্থ প্রজন্মের এয়ারপডস প্রো-তে নতুন প্রযুক্তিটি যোগ করতে চলেছে। এই এয়ারপডসে ক্যামেরা থাকবে, যা ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ক্যাপচার করবে এবং সেই ডেটা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ফিচার্সের জন্য ব্যবহার করবে।
AirPods Pro 3-তে বিশেষ হিয়ারিং টেস্ট ফিচারও থাকতে পারে, যা বিভিন্ন ধরনের শব্দ বাজিয়ে ব্যবহারকারীর শ্রবণশক্তি পরীক্ষা করবে। যদি শ্রবণ সংক্রান্ত কোনও সমস্যা ধরতে পারে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে বলবে। হেডসেটটির অভ্যন্তরে আরও উন্নত চিপ ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে।
এয়ারপডস প্রো 3 এর একটি হাই-প্রোফাইল ফিচার হতে পারে হার্ট রেট মনিটরিং সেন্সর। বর্তমানে Powerbeats Pro 2 এমন সুবিধা দেয়। এই ইয়ারবাডস দু'টি একসাথে ব্যবহার করলে, এর LED সেন্সর প্রতি সেকেন্ডে 100 বারেরও বেশি আলো পাঠিয়ে রক্তপ্রবাহ ট্র্যাক করে। সেন্সরের ডেটা পরে ফিটনেস অ্যাপ এবং আইফোনের অ্যাপল হেল্থ অ্যাপের সঙ্গে সিঙ্ক হয়ে যায়। ফলে আপনি ব্যায়াম বা বিশ্রামের সময় নিজের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন