Photo Credit: Reuters
Amazon Echo ডিভাইসে আসতে চলেছে Apple Music সাপোর্ট। প্রতিযোগীদের বাজিমাত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কুপার্টিনোর কোম্পানিটি। কোম্পানির নিজস্ব ডিভাইসের বাইরে Apple এর কোন সার্ভিস অদুর ভবিষ্যতে মনে পড়ে না।
এক বিবৃতিতে অ্যাপেল জানিয়েছে 17 ডিসেম্বর থেকে সব Amazon Echo স্পিকারে Apple Music ব্যবহার করা যাবে। Alexa র অন্যতম জনপ্রিয় ফিচার মিউজিক। চার বছর আগে Alexa লঞ্চের পর থেকে গ্রাহকরা সবথেকে বাশি মিউজিক শুনেছেন।
Apple Music কে যোগ করতে পেরে আমরা উত্তেজিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় মিউজিক সার্ভিস Apple Music। উৎসবের মরশুমের ঠিক আগে Amazon Echo গ্রাহকরা এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।
সারা বিশ্বের গ্রাহকরা নতুন এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। Apple Music এর যে কোন প্লে লিস্ট চালানো যাবে এই সার্ভিস ব্যবহার করে। বাজারে জনপ্রিয় Spotify কে টেক্কা দিতে এই উদ্যোগ কাজে লাগবে বলেই মনে করছে Apple Music।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন