স্যামসাং নিয়ে এলো Black Friday Sale। সম্প্রতি কোম্পানী এটির ঘোষণা করেছে। এই সেলটি ভারতের মধ্যে একদম নতুন পরিধানযোগ্য গ্যালাক্সি লাইনআপের উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে। সেলটি চলাকালীন কোম্পানির প্রিমিয়াম স্মার্টওয়াচ যেমন -Galaxy Watch Ultra এবং Galaxy Watch 7-এর উপর বিশেষ ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা Galaxy Buds 3, Galaxy Buds 3 Pro এবং Galaxy Buds FE কিনলে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অথবা আপগ্রেড বোনাস পাবে। এছাড়াও পরিধানযোগ্য গ্যালাক্সিগুলি কেনার ক্ষেত্রে No Cost EMI-এর সুবিধাও থাকবে।
এই সেলে Galaxy Watch Ultra কেনার ক্ষেত্রে 12000 টাকার ক্যাশব্যাক এবং 10,000 টাকার আপগ্রেড বোনাস অফার থাকছে, এটি ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। একইভাবে যারা Galaxy Watch 7 কিনতে আগ্রহী, তারা 8000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাস পেতে পারেন। এটির ব্লুটুথ বিকল্পটির আসল দাম 29,999 টাকা এবং সেলুলার বিকল্পটির দাম 33,999 টাকা।
এই সেলে 19,999 টাকার Galaxy Buds 3 Pro-তে 5000 টাকার ক্যাশব্যাক অথবা একটি আপগ্রেড বোনাসের মাধ্যমে পাওয়া যাবে। তখন এটির দাম কমে 14,999 টাকা হবে। অন্যদিকে 4000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাসের মাধ্যমে Galaxy Buds 3 পাওয়া যাবে, এটির আসল দাম 14,999 টাকা।
ভারতে স্যামসাং কোম্পানির Galaxy Buds FE মাত্র 9,999 টাকায় লঞ্চ হয়েছিল, যেটি এই সেলে 4000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাসের মাধ্যমে কেনা যাবে।
যেসমস্ত গ্রাহকরা Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Buds 3 Pro, Galaxy Buds 3 কিনতে ইচ্ছুক তাদের জন্য 24 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধাও আছে।
এছাড়াও যেসব গ্রাহকরা কোম্পানির নতুন Galaxy S সিরিজের এবং Z সিরিজের স্মার্টফোনগুলি কিনতে চান, তাদের জন্য স্যামসাং-এর একদম নতুন পরিধানযোগ্যগুলিতে 18,000 টাকা পর্যন্ত মাল্টি-বাই অফার দেওয়া হবে।
চলতি বছরের জুলাই মাসে স্যামসাং-এর গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টে Galaxy Watch 7, Watch Ultra এবং Galaxy Buds 3 সিরিজগুলি প্রকাশ করা হয়। অন্যদিকে Galaxy Buds FE ইয়ারবাডগুলি বিগত বছরের অক্টোবর মাসে উন্মোচিত করা হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন