ভারতের বাজারে উন্মোচিত হলো Boat কোম্পানীর পক্ষ থেকে দুটি অসাধারণ স্মার্টওয়াচ

Boat Enigma Gem এবং Boat Enigma Daze-এ IP67 রেটিং যুক্ত করা আছে

ভারতের বাজারে উন্মোচিত হলো Boat কোম্পানীর পক্ষ থেকে দুটি অসাধারণ স্মার্টওয়াচ

Photo Credit: Boat

বোট এনিগমা ডেজ আসে চেরি ব্লসম, মেটালিক ব্ল্যাক, মেটালিক গোল্ড এবং মেটালিক সিলভার বিকল্পে

হাইলাইট
  • Boat Enigma Daze এবং Gem ঘড়িগুলির ব্যাট্যারিটি পাঁচদিন পর্যন্ত চলতে পা
  • ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে একটি IP67-রেটিং দেওয়া আছে
  • স্মার্টওয়াচগুলিতে মাসিক সাইকেল ট্র্যাকার আছে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ করা হয়েছে Boat Enigma Daze এবং Boat Enigma Gem এই দুটি স্মার্টওয়াচ। উভয় স্মার্টওয়াচই SOS লাইভ লোকেশন শেয়ারিং সমর্থন করে এবং পাঁচদিন পর্যন্ত ব্যাটারী লাইফ প্রদান করবে বলে দাবী করেছে। এগুলি ব্লুটুথ কলিং এবং কাস্টোমাইজ করা ওয়াচফেস সমর্থন করে। স্মার্ট ওয়াচগুলিতে Boat Crest অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত মনিটরিং ফিচার যেমন-মাসিক সাইকেল ট্র্যাকিং যুক্ত করা আছে। Enigma Daze এবং Gem-এ ধাতব কাঠামো এবং IP67 রেটিং আছে। এগুলোতে গোলাকার ডিসপ্লে এবং ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধাও রয়েছে।

ভারতে Boat Enigma Daze এবং Enigma Gem-এর দাম রঙের বিকল্প এবং উপলব্ধতা:

ভারতে Boat Enigma Daze-এর দাম 1,999টাকা। এটি চেরি ব্লুসুম, মেটালিক-ব্ল্যাক এবং মেটালিক-সিলভার রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। মেটালিক-গোল্ড বিকল্পের স্মার্টওয়াচটির দাম 2,199টাকা। অন্যদিকে Boat Enigma Gem-এর দাম 2699 এবং এটি মেটালিক-ব্ল্যাক, মেটালিক-সিলভার এবং রোজ-গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ আছে। দেশের বাজারে উভয় স্মার্টওয়াচগুলি অ্যামাজন এবং Boat India ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

Boat Enigma Daze এবং Boat Enigma Gem-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Boat Enigma Daze-স্মার্টওয়াচটি 360×360 পিক্সেল রেজোলিউশন সমৃদ্ধ একটি 1.3 ইঞ্চির TFT গোলাকৃতি ডিসপ্লে দ্বারা সজ্জিত সেখানে Enigma Gem-এ অলওয়েস অন ডিসপ্লে সমর্থিত একটি 1.19 ইঞ্চির গোলাকৃতি AMOLED ডিসপ্লে আছে। উভয় স্মার্টওয়াচ থেকেই MapMyIndia-এর সাহায্যে SOS মেসেজ এবং লাইভ লোকেশন পাঠানো যায়। Daze বিকল্পটি একটি ফাংশনাল ক্রাউন এবং একটি ডেডিকেটেড SOS বোতামের সাথে এসেছে। Boat Gem-এর ক্রাউনটি নিজেই SOS বোতাম হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীদের SOS বার্তা পাঠানোর জন্য চেপে ধরে রাখতে হয়।

উভয় স্মার্টওয়াচের মধ্যেই হার্টরেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2), স্লিপ-ডেটা, মাসিক সাইকেল ট্রাকার সহ আরো অনেক স্বাস্থ্য মনিটরিং সম্পর্কিত বিভিন্ন ফিচার দেওয়া আছে। এগুলো Boat Crest অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং DIY Watch Face Studio ব্যবহার করে কাস্টমাইজযোগ্য ওয়াচ ফেস সমর্থন করে।

এগুলি ব্লুটুথ 5.3 সংযোগ ব্যবস্থা এবং ব্লুটুথ কলিং সমর্থন করে। স্মার্টওয়াচ দুটি Crest-অ্যাপের সাহায্যে 20টি পর্যন্ত কনট্যাক্ট সংরক্ষণ করতে সাহায্য করে। এছাড়াও এই স্মার্টওয়াচগুলিতে QR Trays দেওয়া আছে, যেটি UPI পেমেন্ট, মেট্রো কার্ড এবং আরো অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে ব্যবহৃত QR কোডগুলি সংরক্ষণ করে রাখে।

Boat Enigma Daze-এর আকারের পরিমাপ 121×99 ×48 মিমি, সেখানে Enigma Gem-এর মাপ 135×127×87মিমি। দুটিতেই IP67-রেটিং যুক্ত করা আছে এবং এদের ওজন 75 গ্রাম। Daze এবং Gem বিকল্পগুলিতে যথাক্রমে 200mAh, 220mAh-এর ব্যাট্যারি আছে এবং এক একটি ঘড়ি পাঁচদিন পর্যন্ত ব্যাটারী লাইফের দাবি করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  2. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  3. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  4. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  5. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  6. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  7. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  8. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  9. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
  10. iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »