মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল Honor Magic Watch 2 42mm। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টওয়াচ। অন্যদিকে Honor Magic Watch 2 স্মার্টওয়াচে থাকছে জিপিএস ট্র্যাকার। ছয় ধরনের ঘুমের সমস্যা খুঁজে বার করতে পারবে এই স্মার্টওয়াচ। মঙ্গলবার 42 মিমি ডায়ালে Honor Magic Watch 2 বিক্রি শুরু হলেও কোম্পানি জানিয়েছে শীঘ্রই 46 মিমি মডেলে আবার পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।
42 মিমি ডায়ালে Honor Magic Watch 2 এর দাম 11,999 টাকা। এই স্মার্টওয়াচ কিনলে Honor Sport ব্লুটুথ ইয়ারফোন বিনামূল্যে পাওয়া যাবে। 13 ফেব্রুয়ারি 46 মিমি ডায়ালে বিক্রি শুরু হবে এই স্মার্টওয়াচ। ভারতে শুরুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Magic Watch 2।
ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দুটি পাওয়ার-ব্যাঙ্ক নিয়ে এল Redmi
স্টেনলেস স্টিল দিয়ে তৈরি Honor Magic Watch 2। 42 মিমি ডায়ালে রয়েছে একটি 1.2 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। অন্যদিকে 46 মিমি মডেলে রয়েছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। ছোট ভেরিয়েন্টে সাত দিন, আর বড় ভেরিয়েন্টে 14 দিন ব্যাক আপ পাওয়া যাবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Honor Magic Watch 2 এর ভিতরে থাকছে HiSilicon Kirin A1 চিপসেট। এই স্মার্টওয়াচে জিপিএসের সাথেই থাকছে ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস ট্র্যাকিং ফিচার। থাকছে একটি মাইক ও স্পিকার। এর ফলে স্মার্টওয়াচ থেকে ফোনে কথা বলা সম্ভব হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন