শুক্রবার থেকে নতুন আমদানি শুল্ক শুরু হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ফলে সবথেকে বেশি প্রবিত হবে Jio, Airtel, Idea ও Vodafone এর মতো টেলিকম সংস্থাগুলি।
বৃহস্পতিবার ইলেকট্রনিক ও কমিউনিকেশান প্রোডাক্টে আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করল ভারত সরকার। ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় এই শুল্ক বৃদ্ধি। এই শুল্ক বৃদ্ধির পরে Cisco Systems, Huawei Technologies Co, ZTE Corp, Ericsson, Nokia ও Samsung Electronics কোম্পানির জিনিস মহার্ঘ্য হবে।
এই নিয়ে গত দুই সম্পতাহে দ্বিতীয়বার কোন জিনিসের আমদানি শুল্ক বাড়ল। এর আগে ‘কম প্রয়োজনীয়’ জিনিসে আমদামী শুল্ক বাড়ানো হয়েছিল।
গত এক বছরে ডলারের তুলনায় প্রায় 14 শতাংশ কমেছে টাকার দাম। এছাড়াও বৃদ্ধির হারে ঘাটতির জন্যেও বেড়েছে শুল্ক। তবে মোট কত শুল বাড়ানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে ভারত সরকার জানিয়েছে এক তালিকার মাধ্যমে এই শুল্ক বৃদ্ধির পরিমান জানানো হবে। তবে আমদানি শুল্ক বৃধির ফলে স্মার্টওয়াচ, ভয়েস ও ইন্টারনেট প্রোটোকল যন্ত্র, ফোন, ইথারনেট সুইচের মতো জিনিসসের দাম বাড়তে চলেছে।
শুক্রবার থেকে নতুন আমদানি শুল্ক শুরু হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ফলে সবথেকে বেশি প্রবিত হবে Jio, Airtel, Idea ও Vodafone এর মতো টেলিকম সংস্থাগুলি।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কে জনপ্রিয় করতে এই শুল্ক বৃদ্ধি বলে মনে করছেন অনেকেই। গত বছর ডিসেম্বরে স্মার্টফোন ও টেলিভিশান আমদানিতে শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছিল ভারত সরকার। এর পরেই ফেব্রুয়ারি মাসে বাজেটে আরও 40 টি ইলেকট্রনিক জিনিসে শুল্ক বাড়ানো হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability