ভারতে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Lenovo। Lenovo Smart Band Cardio 2 তে থাকছে হার্ট রেট সেন্সর। কম দামে দুর্দান্ত সব ফিচার সহ গ্রাহকের মন জেতার চেষ্টা করছে তাইওয়ানের কোমানিটি। Smart Band Cardio 2 তে থাকছে 100 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে Smart Band Cardio 2। থাকছে 5ATM ওয়াটারপ্রুফ লেভেল। অর্থাৎ এই ফিটনেস ব্যান্ড পরে সাঁতার কাটা যাবে। নোটিফিকেশন ও অন্যান্য তথ্য দেখানোর জন্য Smart Band Cardio 2 তে থাকছে একটি OLED ডিসপ্লে। ইতিমধ্যেই ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করেছে Lenovo। Amazon.in থেকে পাওয়া যাচ্ছে Lenovo Smart Band Cardio 2।
Lenovo Smart Band Cardio 2 এর দাম 1,499 টাকা। Amazon.in থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। কালো রঙে পাওয়া যাবে Smart Band Cardio 2। Amazon Pay UPI ব্যবহার করে পেমেন্ট করলে থাকছে 50 টাকা ক্যশব্যাক।
Lenovo Smart Band Cardio 2 তে থাকছে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ড আপনার দৈনন্দিন হাঁটা, দৌড়ানো ও অন্যান্য ফিসিকাল অ্যাক্টিভিটির হিসাব রাখবে। টেকস্ট মেসেজ ও ইনকামিং কল এর নোটিফিকেশন পাওয়া যাবে। রাতে কেমন ঘুম হচ্ছে তার হিসাব রাখবে এই ফিটনেস ব্যান্ড। একটানা বেশি সময় বসে থাকলে আপনাকে চেয়ার থেকে উঠে হাঁটতে যাওয়ার কথা মনে করিয়ে দেবে Smart Band Cardio 2।
iOS 8.0 আর Android 5.0 তা তার বেশি যে কোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সাথে কাজ করবে Lenovo Smart Band Cardio 2। Lenovo Life অ্যাপ এর সাথে কাজ করবে এই ডিভাইস। 24 ঘন্টা আপনার হার্ট রেট মনিটর করতে পারবে এই ডিভাইস। ফিটনে ব্যান্ডের ভিতরে থাকা 100 mAh ব্যাটারিতে 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে বলে জানিয়েছে Lenovo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন