Lenovo Idea Tab Plus সেলুলার কানেক্টিভিটি (5G) এবং Wi-Fi উভয় ভ্যারিয়েন্টে ভারতে এসেছে।
Photo Credit: Lenovo
Lenovo Idea Tab Plus comes with a stylus pen in the box
Lenovo Idea Tab Plus সোমবার ভারতে লঞ্চ হয়েছে। ট্যাবটি Wi-Fi এবং সেলুলার কানেক্টিভিটি (5G) উভয় ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এটি মাত্র 6.29 মিমি স্লিম এবং ওজন 540 গ্রাম। ফলে ডিভাইসটি হালকা ও সহজে বহনযোগ্য৷ ট্যাবে স্টাইলাস সাপোর্ট থাকায় নোট নেওয়া বা আঁকাআঁকির মতো কাজ আরও সহজ হয়ে উঠবে। লেনোভো ট্যাবের সঙ্গে স্টাইলেস পেন বান্ডেল করে দিচ্ছে। Lenovo Idea Tab Plus পাওয়ারফুল 10,200mAh ব্যাটারি ও Dolby Atmos প্রযুক্তির সঙ্গে এসেছে। ট্যাবলেটটি দৈনন্দিন ব্যবহার, সিনেমা বা ভিডিও দেখা, পড়াশোনা, সৃজনশীল এবং অফিস সম্পর্কিত কাজের জন্য উপযুক্ত।
লেনোভো আইডিয়া ট্যাব প্লাস ট্যাবের সামনে 12.1 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, এবং 2.5K (2,560 x 1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য, সামনেও একটি 5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
Lenovo Idea Tab Plus ট্যাবলেটে আটটি কোর-যুক্ত MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এই 5G চিপসেটের পিক ক্লক স্পিড 2.50 গিগাহার্টজ। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বাধিক 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা মিলবে।
ডিভাইসটির 10,200mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। এতে স্টাইলাস বান্ডেল হয়ে আসার ফলে শিক্ষার্থীরা যেমন ট্যাবেই হাতে লেখা নোট তৈরি করতে পারবে, তেমন ডকুমেন্ট অ্যানোটেশন, স্কেচ করা, বা বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহার করা যেতে পারে। এই ট্যাবলেটে লেনোভো নোটপ্যাডের মধ্যে এআই নোটস ফিচার আছে, যা নোট নেওয়া সহজ করে তুলেছে।
Lenovo Idea Tab Plus ট্যাবলেটে গুগলের সার্কেল টু সার্চ ও জেমিনাই সাপোর্ট থাকায় দ্রুত তথ্য খোঁজা ও যে কোনও বিষয়ের সারসংক্ষেপ করা সম্ভব হবে। ট্যাবটির কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS, GLONASS, ও Galileo আছে। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থা Android 17 পর্যন্ত OS আপগ্রেড ও চার বছর (2029 সাল পর্যন্ত) সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Lenovo Idea Tab মডেলের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ-যুক্ত WiFi এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ-যুক্ত 5G ভার্সনের দাম 27,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে, স্টাইলাস 12 র্যাম + 256 স্টোরেজের 5G ভেরিয়েন্টের মূল্য 30,999 টাকা। ট্যাবটি ডিসেম্বর 22 থেকে লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট ও অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এটি লুনা গ্রে এবং ক্লাউড গ্রে কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন