মঙ্গলবার ভারতে লঞ্চ হল Mi Dual Driver In-Ear Earphones । দুটি ডাইনামিক ড্রাইভার ছাড়াও এই ইয়ারফোনে থাকছে টেকশই ব্রেইডেড কেবেল।
Xiaomi -র নতুন ইয়ারফোনের দাম 799 টাকা
মঙ্গলবার ভারতে লঞ্চ হল Mi Dual Driver In-Ear Earphones । দুটি ডাইনামিক ড্রাইভার ছাড়াও এই ইয়ারফোনে থাকছে টেকশই ব্রেইডেড কেবেল। Xiaomi -র নতুন ইয়ারফোনে থাকছে প্যাসিভ নয়েস ক্যান্সেলেশন ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।
Xiaomi -র নতুন ইয়ারফোনের দাম 799 টাকা। Mi.com থেকে কালো ও নীল রঙে এই ইয়ারফোন বিক্রি শুরু হয়েছে।
নতুন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে এল Sony
দুর্দান্ত সাউন্ডের জন্য এই ইয়ারফোনে একটি 8 মিমি ও একটি 10 মিমি ডাইনামিক ড্রাইভার ব্যবহার হয়েছে। দুটি ড্রাইভারের জন্য এই ইয়ারফোনে ভালো বাস ও ট্রেবল শোনা যাবে। ইয়ারফোনের বাইরে থাকছে কার্বন ফাইবার ডিজাইন।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই ইয়ারফোনে মোট তিনটি বাটন থাকছে। গান প্লে/পজ ছাড়াও এই বাটন ব্যবহার করে স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।
এই ইয়ারফোনে ব্রেইডেড কেবেল ব্যবহার হয়েছে। টেকশই এই কেবেলে সহজে জট পাকাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series