OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জুলাই 2025 08:40 IST
হাইলাইট
  • OnePlus Buds 4 সক্ষম 55 ডেসিবেল শব্দ ব্লক করতে
  • এই ইয়ারফোনফোন Bluetooth 5.4 ও LHDC 5.0 অডিও কোডেক সাপোর্ট করে
  • OnePlus Buds 4-এ IP65 রেটিং রয়েছে

OnePlus Buds 4 ডুয়াল ড্রাইভারের সাথে এসেছে

Photo Credit: OnePlus

OnePlus Buds 4 গতকাল ভারতে Nord 5 এবং Nord CE 5 স্মার্টফোনের সাথে লঞ্চ হয়েছে। এই ট্যুলি ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। এতে ডুয়াল ড্রাইভার সহ ডুয়াল DAC ইউনিট, হাই-রেজ অডিও, AI কল নয়েজ ক্যানসেলেশন সিস্টেম, AI ট্রান্সলেশন, IP65 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, গুগল ফাস্ট পেয়ারিং, ডুয়াল ডিভাইস কানেকশন, ও 55 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ কমানোর প্রযুক্তি (ANC) রয়েছে। OnePlus Buds 4 মাত্র 10 মিনিটের ফাস্ট চার্জে 3.5 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

OnePlus Buds 4 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Buds 4 ইন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে। অর্থাৎ এটি পরিধানকারীর কানের খালের মধ্যে ঢুকে শব্দ উৎপন্ন করে। Buds 3-এর তুলনায় শব্দের মান আরও উন্নত করা হয়েছে। নতুন ইয়ারফোনটিতে 11 মিলিমিটারের উফার বা বেস স্পিকার এবং 6 মিলিমিটারের টুইটার দেওয়া হয়েছে। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির আরেকটি পরিচয় হল, এটি ওয়ানপ্লাস 3D অডিও এবং হাই-রেজ ওয়্যারলেস অডিও অফার করে।

55 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) সাপোর্ট করে ওয়ানপ্লাস বাডস 4। একজোড়া অ্যালগরিদম-চালিত মোডের মাধ্যমে পরিধানকারী স্মার্ট নীরবতার এক মরুদ্যানে প্রবেশ করবেন। সম্পূর্ণ নতুন অ্যাডাপটিভ মোডের সাহায্যে, নিমজ্জিত সঙ্গীতের অভিজ্ঞতা পেতে বা আশেপাশের পরিবেশের সাথে সংযুক্ত থাকতে ANC এবং ট্রান্সপারেন্সি মোডের মধ্যে স্যুইচ করা যাবে।

হাই এএনসি মোড কানের খাল ও পরিবেষ্টিত শব্দের উপর ভিত্তি করে শব্দ নিষ্ক্রিয় করার জন্য ANC-কে রিয়েল-টাইমে ধারাবাহিকভাবে তৈরি করে। এআই ক্লিয়ার কল অ্যালগরিদম দ্বারা চালিত, 3-মাইক সিস্টেমটি বুদ্ধিমত্তার সাথে পরিবেশের শব্দ এবং বাতাস ফিল্টার করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে ভাল করে কথা বলতে পারবেন। এই সিস্টেমে বাহ্যিক শব্দ সনাক্তকরণের জন্য একটি ফিড ফরোয়ার্ড মাইক, অভ্যন্তরীণ শব্দ পর্যবেক্ষণের জন্য একটি ফিড-ব্যাক মাইক, ও ভয়েস ক্যাপচার করার জন্য একটি টক মাইক বর্তমান।

OnePlus Buds 4 ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি, ব্লুটুথ 5.4, এবং LHDC 5.0 অডিও কোডেক সমর্থন করে।স্টেডি কানেক্ট টেকনোলজি থাকার ফলে বাইরে ব্লুটুথ কানেকশান বার বার বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে মুক্তি মিলবে। ইয়ারবাডসটিতে 47ms পর্যন্ত লো-ল্যাটেন্সি সহ একটি ডেডিকেটেড গেমিং মোডও রয়েছে। কেস ধরে, এটি মোট 45 ঘন্টা পর্যন্ত চলবে করে বলে দাবি করা হয়েছে। ANC অফ থাকলে একবার চার্জে 11 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। ইয়ারফোনটি সম্পূর্ণ চার্জ হতে 50 মিনিট সময় লাগবে, যেখানে কেস ধরলে আরও 30 মিনিট অতিরিক্ত।

ভারতে OnePlus Buds 4 এর দাম

ভারতে OnePlus Buds 4 এর দাম 5,999 টাকা রাখা হয়েছে। এটি স্টর্ম গ্রে এবং জেন গ্রিন রঙে বিক্রি হবে। জুলাই 12 থেকে কিনতে পারবেন। ফার্স্ট সেলে 500 টাকা ছাড় মিলবে, যার ফলে দাম 5,499 টাকায় নেমে আসবে। এটি ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে উপলব্ধ হবে।

 
REVIEW
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Lightweight
  • Great ANC
  • Punchy sound (+ plenty of bass)
  • Good pricing
  • Bad
  • Charging case and earbuds design is a mixed bag
  • Touch controls on TWS are not super intuitive
  • No wireless charging support
 
KEY SPECS
Colour Green
Headphone Type In-Ear
Microphone Yes
Connectivity True Wireless Stereo (TWS)
Type Earphones
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.